পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানের দক্ষিণপশ্চিমের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রাদেশিক খনি অধিদপ্তরের কর্মকর্তারা। মারওয়ারের ওই খনিতে জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরিত হওয়ার পর প্রায় এক হাজার ফিট নিচে ৮ কর্মী আটকা পড়েছিলেন; তার মধ্যে ওই ৬ জনের লাশ পাওয়া যায়। “উদ্ধারকর্মীরা সকালে ক্ষতিগ্রস্ত ওই খনি থেকে ৬টি লাশ উদ্ধার করেছে। খনিটি বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে,” বলেছেন খনি অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বেলুচিস্তানে প্রায়ই কয়লাখনিতে দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। গত বছর পাকিস্তানের এ প্রদেশে কয়লাখনিতে ৭২টি দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top